Wednesday, March 14, 2012

পবিত্র কুরআন কি? এই প্রশ্নের উত্তর অনেক মুসলিমের নিকটও পরিস্কার নয়। তাই এ বিষয়ে কিছু লিখতে চাই।কুরআন কি তা জানার জন্য আমরা বিভিন্ন দিক থেকে ব্যাপারটা দেখতে পারি।যেমন কুরআন সম্পর্কে কুরআন নিজে কি বলে, কুরআনের বানী প্রচারক হজরত মুহাম্মাদ সঃ কি বলেছেন, তার সাথীরা কি বলেছেন এবং মুস্লিম মনিষীরা কি বলেন।

প্রথমে আসা যাক কুরআন সম্পর্কে কুরআন নিজে কি বলেঃ

আল্লাহ্‌ বলেনঃ "এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, যারা আল্লাহ্‌কে ভয় করে তাদের জন্য এক পথ নির্দেশক"। (আল বাকারা-২ নং আয়াত) সাধারন ভাবে দেখলে এই আয়াতকে খুব একটা বুঝা যাবে না কিন্তু একটু ভাল ভাবে চিন্তা করুন তাহলে আপনিও বুঝবেন কুরআন আসলে কি? কুরআন বলতেছে আমি এমন এক কিতাব যাতে যা আছে সবই সত্য এবং নির্ভেজাল সত্য এতে কোনই সন্দেহ নেই। পৃথিবীর আর কোন গ্রন্থ এমন দাবি করে নাই এবং করতে পারবেনা। কারন কুরআন এই মহাবিশ্বের স্রষ্টা কর্তৃক রচিত যার কোন ভুল হতে পারে না। এবার আসা যাক আল্লাহ্‌ সুবহানাহু তা'আলা কেন বললেন "এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই........." কারনটা হল কুরআন সমস্ত মানব জাতির জন্য সব সময়ের সব সমস্যার সমাধানের জন্য এসেছে। সুতরাং এটাকে তো নির্ভুল হতেই হবে। তাই রাব্বুল আলামিন বললেন "এই সেই কিতাব (যা মানব জাতির সব সমস্যা সমাধানের জন্য এসেছে সুতরাং) এতে কোন সন্দেহ নেই" কারন সন্দেহ যুক্ত কিতাব সব সময়ের সমস্যা সমাধানের জন্য ব্যাবহারের কোন যোক্তিকতা থাকতে পারে না। এরপর আল্লাহ্‌ বলে দিলেন জদিও এটা সমস্ত মানব্জাতির জন্য এসেছে তবে প্রকৃত পথ নির্দেশনা তারাই পাবে যারা আল্লাহ্‌কে ভয় করে এবং আসলেই সঠিক পথের দিসা পেতে চায়।
সামনে আরও লিখবো ইনশাআল্লাহ।


Tuesday, March 13, 2012

আমি একজন জ্ঞান পিপাসু মানুশ।তাই জ্ঞানের লাইগা বিভিন্ন জায়গায় গিয়েছি; কিন্তু কোথাও পেয়েছি ভুল বা অকল্লানের জ্ঞান আর কোথাও সত্তের জ্ঞান। কোথাও পেয়েছি সমস্যা বাড়ানোর জ্ঞান কোথাও পেয়েছি সমাধানের পথ। আর সমস্যা সমাধানের জ্ঞান যে পথে পাওয়া যায় তাই আলোর পথ।
Quran only can give you true way of light, can solve your all kinds of problems.Quran is the best code of life.So if you really want to solve your problem read Quran read Quran read Quran.